ASANSOL

আসানসোলে স্বাধীনতা দিবসের সকালে মর্মান্তিক ঘটনা, পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু আইআইটি পড়ুয়ার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ( Asansol Live News Today ) দেশ জুড়ে সোমবার পালিত হলো ৭৬ তম স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে রেড রোড, বাড়ির ছাদ থেকে পাড়ার ক্লাব সব জায়গায় উড়লো জাতীয় পতাকা।
আর ঠিক সেই সময় ১৫ আগষ্টের সকালে মর্মান্তিক ঘটনা ঘটে গেলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে। দেশের পতাকা টাঙাতে গিয়ে বাড়ির ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক আইআইটি পড়ুয়া যুবকের। বাড়ির একবারে ছাদ লাগোয়া যাওয়া রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের তারের সংস্পর্শে চলে আসায় ঐ যুবকের মৃত্যু হয়। এমন একটা দিনে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আসানসোল উত্তর থানার কল্যানপুর হাউসিং এলাকায়। মৃত যুবকের নাম সৌমিক দত্ত (২১)।


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে অন্যদের মতো আসানসোলের কল্যাণপুর হাউসিংয়ের এস /১ এলাকায় নিজের বাড়ির দোতলার ছাদে পতাকা টাঙাতে গিয়েছিল আইআইটি পড়ুয়া সৌমিক দত্ত। সে ছাদে জিআই বা লোহার সরু তার দিয়ে পতাকা বাঁধছিল। কিন্তু কোনভাবে পতাকা বাঁধার সেই জিআই তার বাড়ির ছাদ লাগোয়া যাওয়া বিদ্যুতের তারে ঠেকে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ছাদেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে সৌমিক। বাড়ির লোকেরা জানতে পেরে চিৎকার করলে তা শুনে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। তারা বাঁচানোর চেষ্টাও করেন হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয় নি। সৌমিককে আসানসোল জেলা হাসপাতালের নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে এলাকায় আসেন আসানসোল পুরনিগমের ২২ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর অনিমেষ ওরফে অনির্বাণ দাস।

Leave a Reply