ASANSOL

মানিক উপাধ্যায় ও দেবাশীষ ঘটক মেমরিয়াল কাপ ফুটবল টুর্নামেন্টে কিস্কু কনস্ট্রাকশন জয়ী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্তরঞ্জন ফতেপুর দেবাশীষ ঘটক স্মৃতি মঞ্চের উদ্যোগে ও ক্লাবের সভাপতি শ্যামল গোপ এর পরিচালনায় দুই দিবসীয় মানিক উপাধ্যায় মেমরিয়াল উইনার্স কাপ ও দেবাশীষ ঘটক রানার্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ে গেল সোমবার । রবিবার সকালে ১৪ ই আগস্ট মোট ১৬ টি দল নিয়ে ফতেপুর দেবাশীষ ঘটক ফুটবল ময়দানে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলার উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন থানার ইনচার্জ রাজু স্বর্নকার।
যার ফাইনাল খেলাটি ১৫ ই আগস্ট হয় ।এই ফাইনাল খেলায় কিস্কু কনস্ট্রাকশন ও ব্লাক টাইগার এর মধ্যে হাড্ডা হাড্ডি মোকাবিলা হয়।খেলায় কিস্কু কনস্ট্রাকশন ব্লাক টাইগার টিমকে 4-0 গোলে পরাজিত করে ।


এই খেলায় জয়ী দলকে মানিক উপাধ্যায় মেমরিয়াল উইনার্স কাপ সহ ১৫০০০ টাকা নগদ ও বিজিত দলকে দেবাশীষ ঘটক রানার্স কাপ সহ ১০০০০ টাকা নগদ পুরস্কৃত করা হয় ।ফুটবল খেলার ফাইনালে সকলের হাতে পুরস্কার তুলেদেন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মহম্মদ সৈফুদ্দিন, এডি জি এম গোপাল বিশ্বকর্মা, চিত্তরঞ্জন থানা ইনচার্জ রাজু স্বর্নকার ,
বারাবনি বিধান সভার যুব নেতা মুকুল উপাধ্যায়, সালানপুর ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ আরমান , সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,অর্ধেন্দু রায়, ইন্দ্রজিৎ সিং,মিঠুন মন্ডল,সহ অনেকে

Leave a Reply