ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

তাজা বোমা নিষ্ক্রিয় করল বারাবনি তাজা বোমা নিষ্ক্রিয় করল বারাবনি থানা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি থানার পক্ষ থেকে আজ পাঁচটি তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো। সিআইডির বম্ব স্কোয়াডের টিম এসে বোমা নিষক্রিয় করে। মার্চ মাসের ২৯ তারিখে রোশনার জঙ্গল থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছিল বারাবনি থানা। সেই বোমাগুলিকে আজ জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুলিয়া ঘাটের সংলগ্ন ফাঁকা জায়গায় বোমা গুলিকে নিষ্ক্রিয় করা হয়।

এই অভিযানে বারাবনি থানা সহ উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পাল, দুর্গাপুর সি,আই,ডি ব স্কোয়াড প্রতিনিধির দল, এবং কেলেজোড়া হসপিটালের মেডিকেল টিম ও আসানসোল দমকল বাহিনী।

Leave a Reply