ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বেসরকারি কারখানার ঘটনা, আবাসন থেকে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়া থানা এলাকায় একটি বেসরকারি কারখানার ভেতর থেকে এক কর্মীর গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়খণ্ডের নিরসা থানার হনুমাননগরের বাসিন্দা মৃত কর্মীর নাম জয়প্রকাশ পান্ডে (৩১)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের নিরসার বাসিন্দা জয়প্রকাশ পান্ডে জামুড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় কাজ করতো। কারখানায় একটি আবাসনে থাকতো সে। শুক্রবার সকালে তাকে আবাসনের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ আসে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে ঐ কর্মী মানসিক অবসাদে ভুগছিলো। যে কারণে সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে

Leave a Reply