ASANSOL

Cattle Smuggling Case : অনুব্রত মন্ডলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ, নতুন করে হেফাজত

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ গরু পাচার মামলায় ১০ দিনের হেফাজত শেষে শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হলো বীরভূমের তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে। এদিন এই মামলায় আরো তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে নতুন করে নিজেদের হেফাজতে চায় সিবিআই।

তদন্তকারী সংস্থার আইনজীবী বা পিপি কালিচরণ মিশ্র এদিন সওয়াল করতে গিয়ে হেফাজতে নেওয়ার পক্ষে যুক্ত দিয়ে বলেন, তিনি সহযোগীতা করছেন না তদন্ত। গত ১০ দিনের হেফাজতে জেরা করে বেশ কিছু সূত্র পাওয়া গেছে। তা পরীক্ষার প্রয়োজনে তাকে আরো জেরা করা দরকার। জবাবে অনুব্রত মন্ডলের আইনজীবী সন্দীপন গাঙ্গলি ও অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন, সব সহযোগিতা করেছেন আমার মক্কেল। যখন ডাকা হয়েছে তখন গেছেন। এছাড়াও তার শরীর ঠিক নেই।

তাই তাকে যে কোন শর্তে জামিন দেওয়া হোক। ঠিক দুপুর একটা থেকে প্রায় ১ ঘন্টা এদিন দুই পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব হয়। শেষ পর্যন্ত বিচারক রাজেশ চক্রবর্তী তার জামিন নাকচ করে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। পরবর্তী শুনানি হবে আগামী ২৪ আগষ্ট।

Leave a Reply