ASANSOL

ব্লাস্টিং বন্ধ সহ বিভিন্ন দাবি, ইসিএলের নরসমুদা কোলিয়ারির এজেন্ট দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে ইসিএলের সোদপুর এরিয়ার নরসমুদা কোলিয়ারির এজেন্ট দপ্তরের সামনে গ্রামবাসীরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বার্ণপুরের ছোটদিঘারি, বড়তোড়িয়া ও বড়দিঘারি গ্রামের বাসিন্দারা।


আনন্দ উপাধ্যায় নামে এক গ্রামবাসী বলেন, দীর্ঘ ২০ বছর বন্ধ থাকার পর নরসমুদা কোলিয়ারীর ৪ নং পিট হঠাৎ চালু করা হয়েছে। এই পিটে কয়লা তুলতে ব্লাষ্টিং করা হচ্ছে। এই করার ফলে গ্রামের বিভিন্ন বাড়িতে ফাটল হচ্ছে। গোটা এলাকায় কম্পন হচ্ছে। কোলিয়ারির বর্জ্য পদার্থ ও জল এলাকার পুকুরে ফেলা হচ্ছে। তাতে জল দূষিত হচ্ছে। সেই জলে স্নান করে গ্রামবাসীদের চর্মরোগ দেখা দিয়েছে। তিনি বলেন, আমাদের পিট নতুন করে চালু করা নিয়ে কোন সমস্যা নেই। আমাদের দাবি, অবিলম্বে গ্রামবাসীদের বাড়ি মেরামত ও পুকুরের জল ফিল্টারের ব্যবস্থা না করতে হবে। তা না করা হলে আন্দোলন জারি থাকবে। এদিন কোলিয়ারি কতৃপক্ষ পরে দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন।

Leave a Reply