ASANSOL

দুর্গাপুজো বোনাস : স্পঞ্জ আয়রন শ্রমিকদের বোনাস ও এক্স-গ্রেশিয়া বৃদ্ধির সিদ্ধান্ত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোলের সেনরেলে এলাকায় অবস্থিত শ্রমিক ভবনে শনিবার স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিকদের পূজা বোনাস ও একসগ্রাসিয়া দেওয়ার সিদ্ধান্ত সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়। সভাপতিত্ব করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। বোনাস ও এক্স-গ্রেশিয়া বৃদ্ধির ব্যাপারে সম্মত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক, সিটু এর পক্ষ থেকে উমা গোপ, আইএনটিইউসি এর পক্ষ থেকে থেকে নীলমধব দত্ত ছাড়াও এডিশনাল লেবার কমিশনার পার্থ প্রতিম চক্রবর্তী, তীর্থঙ্কর সেনগুপ্ত, ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত ও স্পঞ্জ আয়রন কারখানার মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার দশমিক .৫ % (অর্ধ শতাংশ) বেশি বোনাস শ্রমিকদের দেওয়া হবে এবং এক্সগ্রেশিয়াও গতবারের চেয়ে ₹১১০ টাকা বেশি পাবে।

Leave a Reply