ASANSOL

আসানসোলেও বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের মিছিল,২ ঘন্টার কর্মবিরতি ও অবস্থান

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কর্মচারীদের কাছে গত কয়েক মাস ধরে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়া হচ্ছে না। যার জেরে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। মঙ্গলবার, রাজ্য জুড়ে রাজ্য সরকারী কর্মচারীরা এই ইস্যুতে সকাল ১১:৩০ মিনিট থেকে থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি পালনের সঙ্গে সঙ্গে মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করে। আসানসোলেও আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ের চত্বর থেকে মিছিল বের করেন রাজ্য সরকারি কর্মচারীরা।

ওই মিছিল আদালত চত্বর প্রদক্ষিণ করে করে শেষ হয়। অন্যদিকে, দুর্গাপুর মহকুমাতেও রাজ্য সরকারি কর্মচারীরা দুর্গাপুরের সিটি সেন্টার চত্বরে মিছিল করে। বিক্ষোভকারী রাজ্য সরকারি কর্মচারীরা বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার ৩১% মহার্ঘ ভাতা দিচ্ছে না। মহার্ঘ ভাতার বকেয়া পরিশোধ করা না হলে বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হবেন সরকারি কর্মচারীরা।এই ধর্না কর্মসূচিতে আসানসোল আদালতের কর্মচারী শ্রীকান্ত মাজি, শান্তনু বিশ্বাস, মৃন্ময় আচার্য ও অমিত কাংড়া সহ আদালতের সমস্ত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *