ASANSOLBengali NewsDURGAPUR

ADPC তে ১৩৮ জন SI, ASI, কনস্টেবল রদবদল


বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ( ADPC) ১৩৮ জন এসআই, এএসআই, কনস্টেবল রদবদল । পুলিশ কমিশনার কর্তৃক জারি করা নির্দেশিকায় মোট ১৩৮ জন পুলিশ আধিকারিক ও কর্মীর রদবদল করা হয়েছে। পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমবারের মতো এত বড় মাপের রদবদল করা হল। সম্ভবত কমিশনারেটের ইতিহাসে প্রথম পুলিশ কমিশনার যিনি ইন্সপেক্টর থেকে কনস্টেবলদের সকল পদমর্যাদার পুলিশকর্মীদের এত বড় মাপের রদবদলের নির্দেশ জারি করেছেন।

দেখুন কার কোথায় পোস্টিং হল :

Leave a Reply