BARABANI-SALANPUR-CHITTARANJAN

মোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণ ভবনটির উদ্বোধন করলেন মেয়র

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- সালানপুর ব্লকের সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত পাহাড় গোড়া মোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পুনর্নির্মাণ উদ্বোধন করা হল বৃহস্পতিবার পাহারগোড়া নতুন বস্তিতে ।এদিন এই সম্পূর্ণ স্কুলের ফিতে কেটে শুভ উদঘাটন করেন আসানসোল মহানগরীক তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ও সালানপুর কলিয়ারির জেনারেল ম্যানেজার ওয়াই.পি.কে সিং।


প্রসঙ্গত পাহাড় গোড়া গ্রামের মধ্যে 1971 সাল থেকে পাহাড় গোড়া মোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুল টি চলে আসছিল কিন্তু
2010 সালে ইসিএল এর তরফে ওই পাহারগড়া গ্রামটি খোলামুখ কয়লা খনির জন্যে নেওয়া হয় ফলে সমস্ত গ্রামবাসী সহ স্কুলের প্রধান শিক্ষককেও নোটিস পাঠায় ।যদিও দুই একজন ছাড়াও বহু গ্রামবাসী অর্থের বিনিময়ে বাড়িঘর ভেঙে সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যায় তবে শুধুমাত্র গ্রামের মধ্যে থাকা স্কুল ও একটি শিব মন্দির রয়ে যায় ।তবে প্রধান শিক্ষক নিখিল মাজি স্কুলটি স্থানান্তরিত করার জন্যে স্কুল এসআই ও ইসিএল মেনেজমেন্টকে লিখিতভাবে আবেদন জানান আর সেই আবেদনে ইসিএল এর তরফে পুরোনো স্কুল ভেঙে নতুন ভাবে অন্যত্র পাহারগড়া নতুনবস্তি একটি স্কুল ভবন ও মন্দির নির্মাণ করে দেওয়ার কথা জানান।সেই কথামত আজ স্কুল এর উদঘাটন করা হল।


এদিন মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় বলেন পুরোনো স্কুল ভেঙ্গে এই স্কুলের নির্মাণ করা হয়েছে।তবে ইসিএলকে ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে এই স্কুলটি পুনর্নির্মাণ করার জন্যে ।
এই প্রসঙ্গে ইসিএল এরিয়ার জিএম ওয়াই.আর.কে সিং বলেন কয়লা খনি সম্প্রসারণ করার ফলে পাহাড়গোড়া মোহনপুর ফ্রী প্রাথমিক বিদ্যালয়টি স্থানান্তরিত করা হয়।তার আজ উদ্বোধন করা হলো।আগামী দিনে বিদ্যালয়ের জন্য আরো উন্নয়ন মূকুল কাজ করা হবে।


এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ও জেনারেল ম্যানেজার ছাড়াও
উপস্থিত ছিলেন ইসিএল মোহনপুর কয়লা খনির এজেন্ট এস.সি মন্ডল,এমএম মন্ডল, সালানপুর যুগ্ম আধিকারিক শ্রেয়া নাগ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, চিত্তরঞ্জন সার্কেলের এসআই পাপিয়া মুখার্জী,সামডি গ্রাম পঞ্চায়েত প্রধান জনার্দ্দন মন্ডল ,তাপস উকিল,স্বপন মন্ডল, গৌরাঙ্গ তেওয়ারী সহ আরো অনেকে।

Leave a Reply