ASANSOL

আসানসোল উত্তর ব্লক তৃণমূলের নবনিযুক্ত পদাধিকারীদের সম্মানিত করা হল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল উত্তর তৃণমূলের নবনিযুক্ত পদাধিকারীদের সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনআর-এ অবস্থিত তৃণমূল ভবনে তৃণমূল উত্তর ব্লক ১ সভাপতি গুরুদাস চ্যাটার্জি, সহ-সভাপতি ভানু বোস, আইএনটিটিইউসি সভাপতি রাজু আলুওয়ালিয়া, যুব তৃণমূল সভাপতি সমীরন কর্মকার (পিন্টু) সহ সমস্ত পদাধিকারীকে সম্মানিত করা হয়। ওই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করে।



একই সময়ে, যুব তৃণমূল ব্লক সভাপতি পিন্টু কর্মকারকে সম্মান জানাতে ৫০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিন্টু কর্মকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, মন্ত্রী মলয় ঘটক, অভিজিৎ ঘটক যেভাবে তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি সম্পূর্ন নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন।


বস্তুত বলে রাখা ভালো ৫০ নম্বর ওয়ার্ডে সমাজকর্মী তথা আইনমন্ত্রী মলয় ঘটকের ভাই প্রয়াত দেবাশীষ ঘটক সমাজসেবার ক্ষেত্রে দৃষ্টান্ত আসানসোলে। প্রয়াত দেবাশীষ ঘটক যিনি আসানসোলে দেবু ঘটক নামেই পরিচিত তারই ছায়াসঙ্গীদের মধ্যে একজন হলেন সমীরণ কর্মকার ওরফে পিন্টু।

Leave a Reply