ASANSOL

শিক্ষক দিবসে তৃণমূলের সম্বর্ধনা সভা

বেঙ্গল মিরর, আসানসোল: আজ বি এন মোড়স্থিত তৃণমূল কংগ্রেস এর কার্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আসানসোল তৃণমূল আসানসোল উত্তর বিধানসভা (ব্লক-১) এর পক্ষ থেকে ৩০ জন সম্মানীয় শিক্ষক তথা শিক্ষাবিদ সম্মানিত করা হল।



উপস্থিত ছিলেন কর্পোরেশনের MIC এবং আসানসোল উত্তর বিধানসভা ব্লক ১ এর সভাপতি গুরুদাস চ্যাটার্জী , সহ সভাপতি ভানু বোস, কাউন্সিলর ও প্রাক্তন শিক্ষিকা শ্রাবনী মণ্ডল, তৃণমূল শিক্ষক সেলের শিক্ষক নেতা রাজীব মুখার্জী, তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ্ত কুমার চৌধুরী, শিক্ষাবিদ শিক্ষক সুরজিৎ সুলেখাপুত্র ছাড়া অন্যান্য গুণীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *