আসানসোল থেকে ফেরার সময় মন্ত্রীর কনভয় দুর্ঘটনাগ্রস্ত
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : মঙ্গলবার দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার গাড়ির কনভয়। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মন্ত্রী। আসানসোল থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, আসানসোলে সুফল বাংলা স্টলের উদ্বোধন করতে এসেছিলেন মন্ত্রী বেচারাম মান্না। উদ্বোধন শেষে ফিরছিলেন তিনি।
বর্ধমানের জৌগ্রামের কাছে একটি গাড়ি বাঁচাতে মন্ত্রীর কনভয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানা গিয়েছে। ওই সময় মন্ত্রী যে গাড়িতে যাচ্ছিলেন সেই গাড়ির।সঙ্গে কনভয়ের অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। আঘাতে মন্ত্রী সামান্য আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।