ASANSOL

Anubrata Mondal : আসানসোল জেলে জেরা করতে সিবিআইয়ের ৫ অফিসার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ( Asansol News Today )একদিকে গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলো সায়গল হোসেনকে। অন্যদিকে, এদিনই আসানসোল জেলে থাকা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে জেরা করতে সেখানে পৌঁছান সিবিআইয়ের ৫ অফিসার। তার মধ্যে গরু পাচার মামলায় তদন্ত করছেন এমন দুজন অফিসার আছেন। বাকি ৩ জন কয়লা পাচার মামলার তদন্তে রয়েছেন। বেলা বারোটা নাগাদ তারা জেলে ঢোকেন।

অনুব্রতকে বেশ কিছু প্রশ্ন করা হবে বলে সিবিআই সূত্রে জানা গেছে। কেননা গত কয়েক দিনে অনুব্রত ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই জেরায় অনেক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। সেইসব কিছু নিয়েই অনুব্রত মন্ডলকে ক্রস ইগজামিনেশন করতেই সিবিআইয়ের আসানসোল জেলে আসা। প্রসঙ্গতঃ গত ১১ আগষ্ট গরু পাচার মামলায় বোলপুর থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছিলো সিবিআই। গত ২৪ আগষ্ট থেকে অনুব্রত মন্ডল আসানসোল জেলে রয়েছেন।

Leave a Reply