ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ৪৭ নং ওয়ার্ডে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডের ডিএভি স্কুল প্রাঙ্গণে ওয়ার্ডের শিশুদের জন্য একটি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৮০%-এর বেশি নম্বর প্রাপ্ত শিশুদেরও পুরস্কৃত করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর তপন ব্যানার্জী ও রণবীর সিং।




অভিজিৎ ঘটক ও তপন ব্যানার্জি ও ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ তিওয়ারি প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর শান্তির দূত ঘুঘুগুলোকে মাঠে ছেড়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ৩০০ জন শিশু অংশ নেয়, এই শিশুদের এ, বি এবং সি এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য ৩০টি বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর রাজেশ তিওয়ারি বলেন, এই ওয়ার্ডে প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, এতে শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে প্রচুর উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। সবাই উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন। মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে, এ ধরনের কর্মসূচি এখন থেকে সবসময়ই করা হবে। তিনি ওয়ার্ডের স্থানীয় ছেলেদের এবং তৃণমূল কর্মীদের ধন্যবাদ দেন যারা এই অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছেন। সবশেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মঞ্চ সঞ্চালনা করেন প্রবাল বসু। শিশু ও অভিভাবকদের জন্য টিফিনে ও জলের ব্যবস্থা করা হয়। গরমের কারণে একটি মেডিকেল টিমকেও প্রস্তুত রাখা হয়েছিল।