বল্লভপুর ফাঁড়ির পক্ষ থেকে ২৫ টি পুজো কমিটিকে নিয়ে শান্তি বৈঠক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জ থানা এলাকার বল্লভপুর ফাঁড়ির পক্ষ থেকে মঙ্গলবারই, দুর্গা পুজোর প্রায় ২৫ টি কমিটি কে নিয়ে শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এরপরই বেশ কিছু সমস্যার বিষয়গুলি জেনে, শুনে, সেই সমস্যার সমাধানের লক্ষ্যে বুধবার রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি এলাকার বিভিন্ন অংশে ১৩ টির মতো সাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে বৈঠক সারলেন বল্লভপুর ফাঁড়ির আইসি শিলাদিত্য ব্যানার্জি।
তিনি এ দিন কড়া ভাষায় জানিয়ে দেন উত্তেজনার মূল কারণ হয়ে ওঠে ডিজে বক্স, তাই উত্তেজনা এড়াতে সকলকেই ডিজে বক্স ব্যবহার থেকে বিরত থাকতে হবে। শারদ উৎসব সকলেরই উৎসব তাই এই উৎসবকে আনন্দমুখর হয়ে কাটাতে হবে। এমনি আহ্বান জানিয়ে সাউন্ড সিস্টেমের মালিকদের কাছে আবেদন করেন শ্রুতি মধুর সাউন্ড সিস্টেম লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ব্যবস্থা করার। বুধবার সান্ধ্যকালীন বৈঠকে একথায় জানান বল্লভপুর ফাঁড়ির আইসি শিলাদিত্ত ব্যানার্জি।