ASANSOLKULTI-BARAKAR

কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করল দুজনকে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।বৃহস্পতিবার বিশেষ নাকা তল্লাশির করার সময় কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা পুলিশের দলবল নিয়ে ডুবুড়ি দেন্দুয়া রাস্তার কদভিটা মোড় সংলগ্ন এলাকা থেকে নাম্বার বিহীন এক স্কুটি দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময়,স্কুটির ডিকির ভিতর থেকে শাড়ি সহ উদ্ধার হয় ওয়ান সাটার একটি দেশি আগ্নেয়াস্ত্র ও তিনটি কার্তুজ।ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দুজন যুবকে।ধৃত দুই যুবক ঝাড়খণ্ডের চিরকুন্ডার সোনাডাঙ্গা অঞ্চলের বাসিন্দা।ধৃতদের নাম সঞ্জয় কুমার(৩৫),সেলিম শেখ(১৯)।


জানা যায় পুজোর মুখে নতুন জামা কাপড় এলাকায় বিক্রি করার নামে বিভিন্ন অপরাধ মূলক কাজের উদ্দেশ্য ছিলো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।

Leave a Reply