গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউট কৃতি ছাত্র -ছাত্রীদের সংবর্ধনা সভা ও ফুটবল বিতরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবানি বিধানসভার পানুড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সভা ও ফুটবল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল ।একইসাথে পানুড়িয়া গ্রামপঞ্চায়েত অন্তর্গত বিভিন্ন ক্লাব কে ফুটবল দেওয়া হলো
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/09/IMG-20220922-WA0021-e1663847108945-500x267.jpg)
এইদিন উপস্থিত ছিলেন বারাবনি ব্লক আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান,জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা বারাবনী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং মহাশয়, বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল , বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী, সহ-সভাপতি সুকুমার সাধু,পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাসদা, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, সহ পানুড়িয়া পঞ্চায়েতের সকল কর্মাধক্ষ্য ও পানুড়িয়া পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যা ও আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী।