ASANSOLKULTI-BARAKAR

জাতীয় সড়কের চৌরঙ্গি ওভার ব্রিজ ওপর দুর্ঘটনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস দু নম্বর জাতীয় সড়কের চৌরঙ্গি ওভার ব্রিজ ওপর পথ দুর্ঘটনা!খবর সূত্রে জানা যায় যে একটি গ্যাস ট্যাঙ্কার গাড়ি ঝাড়খন্ড থেকে কলকাতার উদ্যেশে যাচ্ছিলো এবং চৌরঙ্গি ব্রিজের ওপর গ্যাসটেংকার টি টার্নিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে যায় ৷ যার ফলে গ্যাস ট্যাংকারের ট্যাংকি খুলে যায় ৷

যদিও গ্যাস ট্যাংকিটিতে গ্যাস বোঝাই ছিলোনা বলে, অল্পের জন্য বড়োসড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ৷ তবে অল্প বিস্তার আহত হয়েছে ট্যাংকারের চালক ৷ ঘটনাস্থলে চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ পৌঁছে চালক কে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতলে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় ৷ এবং ট্যাংকার টি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ ৷

Leave a Reply