স্বাস্থ্যকেন্দ্রে ল্যাবটরি রুম ও টয়লেট এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মহানাগরিক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল পুরনিগমের ১৮ নং ওয়ার্ড তথা কুলটির কুমারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুক্রবার একটি ল্যাবটরি রুম ও টয়লেট গড়ে তোলার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আসানসোল পুরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এমএমআইসি হেলথ দেবেন্দু ভগত, এমএমআইসি ইন্দ্রাণী মিশ্র, কাউন্সিলর জাকির হুসেন, কুলটি বোরো স্বাস্থ্য আধিকারিক দীপক ভট্টাচার্য সহ স্বাস্থ্যকর্মীরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহানাগরিক বলেন, বিগত বাম শাসনে রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো সঠিক পরিকল্পনা ছিলনা ৷ তাই পরিকাঠামোগত উন্নয়ণের নামে কিছু বিল্ডিং তৈরী হলেও তার কোনো প্রায়োগিক দিক ছিলনা ৷




বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের সামগ্রিক উন্নয়ণের কর্মযজ্ঞ শুরু করেছেন ৷ সেই লক্ষ্যেই কুমারডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ল্যাবটরি কক্ষ টয়লেট ব্লক গড়ে তোলা হচ্ছে ৷ আগামীদিনে এই স্বাস্থ্যকেন্দ্রে আরো বেশ কিছু কাজ করা হবে ৷ একই সাথে সাধারণের কাছে আবেদন করেন এলাকায় স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে হাসপাতাল ও চিকিৎসকদের যেন কোনো প্রকার ক্ষতি না করা হয় ৷
এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ওয়ার্ডের কাউন্সিলর অমিত তুলসিয়ান এর দাবি উনার ওয়ার্ডে অনুষ্ঠান হওয়া সত্বেও ওনাকে জানানো হয়নি কেন্দ্র সরকারের টাকা থেকে এইসব কাজ হচ্ছে কেন্দ্রের টাকা দিয়ে কাজ হচ্ছে
, আর যারা কেন্দ্রের পার্টিকে ভোট দিয়েছেন তাদের জনপ্রতিনিধিকেই উপেক্ষা করে মেয়র সাহেব এখানে ছবি তুলছেন, উদ্বোধন করছেন দেখে ভালো লাগলো।