RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বিশিষ্ট চলচিত্র শিল্পী তথা সাহিত্যিক শৈলজানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: খনি শহরের ইতিমধ্যেই বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিদ্রোহী কবি কাজী নজরুলের মূর্তি স্থাপন হয়েছে বেশ কয়েকটি স্থানে। আর সেই বিষয়কে স্মরণে রেখে রানীগঞ্জের আরো এক প্রতিভাবান বিশিষ্ট কবি সাহিত্যিক তথা চলচিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি গড়ার আবেদন জানিয়েছেন রানীগঞ্জের কবি সাহিত্যিক থেকে শুরু করে বিদ্যজনেরা। একসময় তারা রানীগঞ্জের কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন বোর্ডের ডাইরেক্টর ও চেয়ারম্যানের কাছেও এ বিষয়ে আবেদন জানানোর পর পূর্বতন সেই বোর্ডের সদস্যরা এই মূর্তি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সে মতোই বাঁকুড়ার শুশুনিয়ায় শৈলজানন্দ র মূর্তিও গড়ার নির্দেশ দেন।

শুক্রবার সেই বিশিষ্ট চলচিত্র শিল্পী তথা সাহিত্যিক শৈলজানন্দের আবক্ষ মূর্তি পূর্ণতা পেল রানীগঞ্জ হাই স্কুল গেট চত্বরে। এদিন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। উপস্থিত হন আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান তথা শৈলজা নন্দের আত্মীয় অমরনাথ চট্টোপাধ্যায়, অধ্যাপক ডক্টর রামদুলাল বোস, বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান গোপাল আচার্য, ব্যাংকের চিফ এক্সিকিউটিভ সুব্রত দত্ত প্রমুখ।

Leave a Reply