ASANSOL

আসানসোল পুরনিগমের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের উদ্যোগে শনিবার আসানসোলের পোলো গ্রাউন্ড লাগোয়া সুইমিং পুলে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সর্ব নিম্ন ৬ বছর থেকে ৪১ উর্ধে প্রতিযোগীদের বয়সের ভিত্তিতে মোট ৯ টি গ্রুপ ছিলো এই প্রতিযোগিতায় । মোট ক্যাটাগরি ছিলো চারটি। যার মধ্যে ছিলো ফ্রি স্টাইলে ২৫, ৫০ ও ১০০ মিটার, ব্যাক স্টাইল, বাটারফ্লাই স্ট্রোক ও ব্রেস্ট স্ট্রোকে ২৫ ও ৫০ মিটার। একদিনের এই প্রতিযোগিতায় সবমিলিয়ে ১৭০ জন প্রতিযোগী অংশ নেয়।


সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেন আসানসোলের পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। পুর চেয়ারম্যান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবদিকে সমান গুরুত্ব ও নজর দেন। বাংলার ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় আরো ভালো করতে পারে, তারজন্য তিনি পাড়ায় পাড়ায় ক্লাবে আর্থিক সহায়তা করেন প্রতি বছর। আসানসোল পুরনিগম সব পরিকাঠামো সহ একটি উন্নত মানের সুইমিং পুল তৈরী করার চিন্তা ভাবনা করছে। আসানসোল পুরনিগমের তরফে রাজীব মন্ডল ও শুভাশিষ চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই প্রতিযোগিতা হয়।

Leave a Reply