RANIGANJ-JAMURIA

আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো শ্রীপুর ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, জামুরিয়া: এবার ফের কয়েক দিনের মাথায় আবারও আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। গত কয়েকদিন আগেই জামুরিয়া শ্রীপুর ফাঁড়ি এলাকার বৈজন্তিপুরে, এক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এই খবর পায় পুলিশ। এরপর টানা নজরদারি চালিয়ে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়টি স্পষ্ট হওয়ার পরই শনিবার রাত্রে ওই ব্যক্তির সন্দেহভাজন গতিবিধির লক্ষ্য করে তাকে পরিহারপুর অঞ্চলে লক্ষ্য করার পরই ধাওয়া করে পাকড়াও করতে তার কাছে মেলে একটি অটোমেটিক পিস্তল ও একটি তাজা কার্তুজ।

ধৃত ঐ ব্যক্তি বছর তিরিশের শেখ শহিদুল শ্রীপুর ফাঁড়ি এলাকার বৈজন্তিপুরের বাসিন্দা বলে জানা গেছে। রবিবার পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করবে বলে জানা যায়। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে জানা গেছে। কোথা থেকে কিভাবে সে এই আগ্নেয়াস্ত্র পেল ও কি উদ্দেশ্যে সে তা নিয়ে ঘুরছিল তা নিয়ে পুলিশ তদন্ত করবে বলে জানা গেছে।

Leave a Reply