RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে চেন্নাইয়ের দুইজন বিশিষ্ট চিকিৎসক অর্থপেডিক চিকিৎসা করতে এলেন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : খনি অঞ্চলে দীর্ঘদিন পড়াশোনা করে বিশিষ্ট চিকিৎসক হয়ে আবার সেই অঞ্চলের মানুষজনেদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কথা মাথায় আসায় এবার চেন্নাইয়ের দুইজন বিশিষ্ট চিকিৎসক খনি অঞ্চলে অর্থপেডিক রোগের চিকিৎসা করতে এলেন খনি শহরে। শনিবার প্রথম দফায় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার উমেশ কুমার সিং,ও তার সহযোগী বন্ধু চিকিৎসক ডাক্তার সন্তোষ কুমার সাহু চিকিৎসা পরিষেবা দিলেন প্রায় ৮০ জন অসুস্থ রোগীকে।

এদিন ওই বিশিষ্ট চিকিৎসক দাবি করেন, একদিন চেম্বার অফ কমার্সের সভাপতি অরুন ভারতীয়া চেন্নাই গিয়ে খনি অঞ্চলের তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আহ্বান জানান , অরুন বাবু জানান তাদের এলাকায় বহু সাধারণ মানুষ রয়েছে যারা অস্থি সমস্যা নিয়ে ব্যাপক দুর্ভোগে রয়েছেন সেই সমস্যা থেকে যাতে সাধারণ মানুষকে সেবা সুশ্রষা দেওয়া যায় তারি লক্ষ্যে তারা প্রতিমাসেই খনি অঞ্চলে একটা দিন, দিনভর রোগীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চিকিৎসা পরিষেবা দেবেন রানীগঞ্জের দীর্ঘ প্রাচীন মাড়োয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে বলেই জানিয়েছেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *