BARABANI-SALANPUR-CHITTARANJAN

দমকা হওয়ায় উল্টে দিল বিশাল পুজো প্যান্ডেল

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দমকা হওয়ায় উল্টে দিল বিশাল পুজো প্যান্ডেল ।
ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন এর
আরসাইট পুজো মন্ডবে ।
যদিও বড়সড় দুর্ঘটনা ঘটেনি কারন সেইসময় পুজোমন্ডব একেবারে ফাঁকা ছিল বলে জানান পুজো কমিটির সম্পাদক সুমন গুহ । তবে মন্ডবের সম্পুর্ন ক্ষতি হয়েগেছে ।


তিনি জানান আজ সপ্তমীর সকালে পুজো শেষ হবার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে যার ফলে রীতিমত ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে ।সামান্য বৃষ্টি হবার পরেই দমকা হাওয়া দেয় আর এই হওয়াতেই উল্টে যায় প্যান্ডেল টি ।
প্যান্ডেলটি সম্পূর্ণ উল্টে যাওয়ার ফলে সেটিকে জেসিবি মেশিন দিয়ে সরানো হচ্ছে ।

Leave a Reply