ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জ ঝাটিডাঙ্গা অঞ্চলে বাড়িতে চোরের দল, টাকা ও সোনার গয়না চুরি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : মেয়ের বিয়ে দেওয়ার গয়না ও টাকা ফুচকা বিক্রি করে জোগাড় করে রাখলেও শেষ রক্ষা আর হলো না। দশমীর রাত্রেই বাড়ি সদস্যদের অনুপস্থিতির সুযোগে চোরের দল লুট করে নিয়ে গেল সোনার গহনা ও নগদ অর্থ। বৃহস্পতিবার রাত্রে রানীগঞ্জ থানা এলাকার রাজার বাঁধ সংলগ্ন ঝাটিডাঙ্গা অঞ্চলে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এক ফুচকা বিক্রেতার বাড়িতে চোরের দল লুট করে নিয়ে গেল নগদ ১৫০০০ টাকা ও পাঁচ ভরি সোনার গহনা। বাড়ির সদর দরজার তালা ভেঙে চুরি যায়।

ঘটনা প্রসঙ্গে জানা যায় প্রতি বছরের মতই এবারও দশমীর দিন রাত্রে সনজিৎ সাউ তার দুই ছেলে মেয়েকে নিয়ে দুর্গাপুরে ঠাকুর দেখতে যান রাত্রি একটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির চারিদিকে লন্ডভন্ড হয়ে রয়েছে। আলমারি ভেঙ্গে চোরের দল লুট করেছে বিয়ের জন্য জমিয়ে রাখা সব সামগ্রী। বিষয়টি লক্ষ্য করে তারা রাণীগঞ্জ থানায় খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত শুরু করেন। এদিকেই চুরির ঘটনায় হতবাক বাড়ির সদস্যরা একমাত্র মেয়ের বিয়ের জন্য ফুচকা বিক্রি করে জমানোর টাকা হঠাৎ করে চুরি যাওয়ায় অসহায় হয়ে পড়েছে তারা।

Leave a Reply