আসানসোলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কুরিয়ার সার্ভিসের গাড়িতে ধাক্কা ডাম্পারের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোলঃ আসানসোল উত্তর থানার ২ নল জাতীয় সড়কের কাল্লা মোড়ে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।রবিবার সকালে এই ঘটনার পরে কাল্লা মোড় গাড়ি চলাচল সাময়িক ব্যাহত হয়। তৈরি হয় যানজটও।




জানা গেছে, ২ নং জাতীয় সড়কের কাল্লা মোড়ে একটি কুরিয়ার সার্ভিস গাড়ির পেছনে একটি ডাম্পার ধাক্কা মারে। এই ঘটনায় কুরিয়ার সার্ভিস গাড়ির পেছনের অংশ ও ডাম্পারের সামনের ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছায়। যদিও এই ঘটনায় দুটি গাড়ির কেউ হতাহত হয়নি।
আরো জানা গেছে, সামনে যাওয়া একটি মারুতি গাড়িকে বাঁচাতে গিয়ে কুরিয়ার সার্ভিসের গাড়ি ব্রেক কষে। তখন পেছনে আসা একটি ডাম্পার তা বুঝতে না পের নিয়ন্ত্রণ হারিয়ে কুরিয়ার সার্ভিসের গাড়ির পেছনে ধাক্কা মারে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।