BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন রেল কারখানার প্ল্যানিং অফিসের সামনে লেবার ইউনিয়নের বিক্ষোভ প্রদর্শন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চিত্তরঞ্জন : আজ ১৭ই অক্টোবর দুপুর ১২ টার দিকে চিত্তরঞ্জন রেল কারখানার কর্মীদের সহযোগে লেবার ইউনিয়ন প্ল্যানিং অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো। কারখানায় বর্তমানে টাইম স্টাডি চলছে এবং তা করছে এক বহিরাগত সংস্থা আর্সেই নিয়েই বিক্ষোভ শুরু হয়। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, টাইম স্টাডি প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে করা হয় এবং তাকে বাদ দিয়ে বহিরাগত সংস্থাকে দিয়ে কারখানার ভিতরে কাজ করানো কোনো চক্রান্ত ছাড়া কিছু নয় এবং একই সাথে এই কাজ বিপুল পরিমাণে অর্থের নষ্ট ছাড়া কিছু না।

ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত জানান টাইম স্টাডি করার স্বচ্ছ পদ্ধতি সবার সামনে প্রকাশ করা হোক কারন তারা অনুমান করছেন এর পিছনে কোনো চক্রান্ত আছে। ইউনিয়নের প্রেসিডেন্ট আর এস চৌহান বলেন প্রতিটি ডিপার্টমেন্টে সুপারভাইজারদের তত্ত্বাবধানেই টাইম স্টাডি করতে হবে। ইউনিয়নের পক্ষ থেকে আরও জানানো হয় যে এই বছর উৎপাদন টার্গেট অনেক বেশি আর তার মধ্যে টাইম স্টাডি করে এই বছরের উৎপাদন লক্ষ্য পৌঁছনোর কাজকে সরাসরি বাধা দেওয়া হচ্ছে। রেলকর্মীদের সহ ইউনিয়নের অফিস বিয়ারার ও নেতৃত্ব স্নেহাসিশ চক্রবর্তী, সৌমেন দত্ত, চিন্ময় গুহ, তাপস ঘোষ, পঙ্কজ বিহারী প্রসাদ সহ সকল ভলেনটিয়ার্সরা উপস্থিত ছিলেন।

Leave a Reply