ASANSOLKULTI-BARAKAR

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের,স্থানীয়দের পথ অবরোধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-নিয়ামতপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের।মৃত যুবকের নাম আকবর আলি(২২)।হোসেন নগরের বাসিন্দা।ঘটনা জেরে পথ অবরোধ এলাকাবাসীদের। জানা যায় নিয়ামতপুরের লচিপুর থেকে আগত দ্রুত গতিতে থাকা এক ইনোভা গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আকবর আলিকে ধাক্কা মারে ঘটনাস্থলে পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে

জানা যায় গাড়িতে থাকা ব্যাক্তিরা সবাই নেশাগ্রস্থ অবস্থায় ছিল বলে জানা যায়।তবে তারা লচিপুর রেড লাইট এলাকা থেকে বেরিয়ে যাবার সময় প্রথমে আকবর হোসেনকে ধাক্কা মারে।তাছাড়া বেশ কয়েক জায়গায় সাইকেল,মোটর সাইকেলকে মারতে মারতে তারা পালিয়ে যায়।ঘটনার জেরে এলাকার মানুষজন উত্তেজিত হয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্পের কাছে প্রায় ঘন্টাখানেক জি .টি রোডটি অবরোধ করে।

ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে দেওয়া হয়।তাদেরকে বলা হয় মৃতের পরিবারকে ক্ষতিপূরণ তারা পাইয়ে দেবে এই আশাতেই পথ অবরোধ উঠে।

Leave a Reply