ASANSOLKULTI-BARAKAR

বরাকর নদীর ছটঘাটের পরিদর্শন করলেন ডিসি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও পালিত হবে আস্থার পর্ব ছট পুজো
এ পর্বে ছট পুজোর আগে
ছটঘাটের সমস্ত পরিকাঠামো যাতে সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে বুধবার দুপুরে বরাকর নদীর ছটঘাটের পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিসি পশ্চিম অভিষেক মোদি, সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র ।



এদিন বরাকর ফাঁড়ির ইনচার্জ রাজশেখর মুখার্জি ও কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত
এর উপস্থিতিতে বরাকর নদীর সমস্ত ছট ঘাট গুলি ঘুরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি, ছট পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।


একইসঙ্গে তিনি বলেন ছট পূজা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় নদী ঘাটে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ছট ঘটে কোনপ্রকার শব্দবাজি ফাটানো চলবেনা । ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে।নদী ঘাট গুলিতে যাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয় সেদিকে তিনি বলেন। এলাকা সম্পূর্ণরূপে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত সুরক্ষা কর্মী থাকবে ছট পুজোর সন্ধ্যায় এবং পরদিন সকালে।

Leave a Reply