ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জ বাজার এলাকায় দুই ব্যক্তির মোবাইল চুরির এক ঘন্টার মধ্যেই চোরসহ দুটি মোবাইল উদ্ধার করল পুলিশের বিশেষ উদ্ধারকারী দল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ বাজার এলাকায় দুই পৃথক স্থানে দুই ব্যক্তির মোবাইল চুরির এক ঘন্টার মধ্যেই মোবাইল চোরসহ চুরি যাওয়া দুটি মোবাইল উদ্ধার করল পুলিশের বিশেষ উদ্ধারকারী পিসি পার্টির দল। বুধবার দুপুর নাগাদ রানীগঞ্জের বড়বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে কাপড় খরিদ করার সময় রানীগঞ্জের গির্জাপাড়া বাসিন্দা এক ব্যাগ তৈরির কারোবারি মোহাম্মদ একলাক আহমেদ তার জামার পকেটে রাখা মোবাইলটি আর খুঁজে পায় না এদিক সেদিক খোঁজাখুঁজির পর ওই মোবাইলের হদিস না পেয়ে হন্যে হয়ে ঘুরে বেড়ায় ওই ব্যক্তি ঠিক তখনই রানীগঞ্জের মঙ্গলপুর এলাকার বাসিন্দা মোঃ ইরফান আনসারী নামের অপর এক ব্যক্তি গোল্লারী দোকানের সামগ্রি খরিদ করতে মারওয়ারি পট্টি এক দোকানে কেনাকাটা করছিলেন সেসময় তার পকেটের ওপরে থাকা মোবাইল ফোনটিও হাতিয়ে নেয় ওই চোর।

বিষয়টি বুঝে ওঠার পরই সেই ব্যক্তিও মোবাইলের খোঁজে জোর তল্লাশি শুরু করে। এদিকে ওই মোবাইল চোর দু-দুটি মোবাইল হাতিয়ে বাজার ধরে হাটের রাস্তা দিয়ে যাবার সময় রানীগঞ্জ পুলিশের পিসি পার্টির নজরে পড়ে। সে সময় রানীগঞ্জের কালী পূজা নাগরিক কমিটির সদস্যরাও সে পথ দিয়ে যাওয়ার সময় ওই মোবাইল চোরকে দুটি মোবাইলসহ হাতেনাতে ধরে ফেলে। পরে ধৃতকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় চুরি যাওয়া ঐ মোবাইল গুলিকে পুলিশ উপযুক্ত প্রমাণ সংগ্রহ করে খতিয়ে দেখে তা মোবাইল মালিকদের ফেরত দেয়। একি সাথে ধৃত ঐ ব্যক্তি আর কি কি চুরির সঙ্গে যুক্ত রয়েছে ও আর কি ধরনের দুষ্কৃতি মূলক ঘটনা সে ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *