ASANSOL

বেআইনি নির্মাণের অভিযোগ, কড়া পদক্ষেপের পথে আসানসোল পুরনিগম

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগম এলাকার আসানসোল শহরে একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
বুধবার আসানসোল পুরনিগমে একথা জানান পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ।


অভিযোগ, আসানসোল শহরে বেশকিছু বেআইনি নির্মাণ হয়েছে। তাই এই সমস্ত বেআইনি নির্মাণ যারা করেছেন তাদেরকে কাগজপত্র নিয়ে বুধবার আসানসোল পুরনিগমে ডাকা হয়েছিলো। মেয়র বিধান উপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেন।
এই প্রসঙ্গে ডেপুটি মেয়র ও পুর চেয়ারম্যান বলেন, পুরনিগমের অনুমতি ছাড়া বা বিনা প্ল্যানে নির্মাণ যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন যাদের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিলো, তাদের ডাকা হয়েছিলো। তাদেরকে সবকিছু বলে দেওয়া হয়েছে। তাদেরকে ভেঙে বেআইনি নির্মাণ ভাষা জন্য বলা হবে। কেউ যদি সরকারি জমি দখল করে নির্মাণ করে থাকেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা।


প্রসঙ্গতঃ, মঙ্গলবারই মেয়র বিধান উপাধ্যায়ও এই কথা বলেছিলেন।
উল্লেখ্য, এর আগে বিরোধী দল বিজেপি ও কংগ্রেসের পাশাপাশি তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর জিতু সিং আসানসোল শহরে বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন

Leave a Reply