ASANSOL

আসানসোলে সিপিআইএম এবং অন্যান্য বাম সংগঠনগুলির প্রতিবাদ

কলকাতায় পুলিশ দ্বারা টেট পাস প্রার্থীদের জোরপূর্বক অপসারণের বিরুদ্ধে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : সিপিআই(এম) এবং অন্যান্য বাম সংগঠনগুলি আজ আসানসোলের বিএনআর এলাকার রবীন্দ্র ভবনের সামনে প্রতিবাদ করেছে, ২০১৪ টেট যোগ্য প্রার্থীদের বিরুদ্ধে যারা কলকাতার করুণাময়ীতে আমরণ অনশনে ছিলেন, পুলিশের পক্ষ থেকে তাদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। বাম নেতারা বলেন যে রাজ্য জুড়ে শিক্ষকদের চাকরি যেভাবে বিক্রি করা হচ্ছে এবং বিক্ষোভকারীদের পুলিশ দ্বারা নির্যাতন করা হচ্ছে তা লজ্জাজনক এবং তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। রাতের অন্ধকারে যেভাবে করুণাময়ীতে বিক্ষোভকারীদের পুলিশ জোর করে সরিয়ে দিয়েছে এবং বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বহু লোককে গ্রেপ্তার করেছে তাতে বাম নেতারাও আপত্তি জানিয়েছেন।

বাম নেতা পার্থ মুখোপাধ্যায় ছাড়াও অন্যান্য বাম নেতারাও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন। তারা বলেন, এটা খুবই লজ্জার বিষয় যে একদিকে চাকরি বিক্রি করা হয়েছে অন্যদিকে টেট পাশ করেও চাকরী চাইতে গেলে বল প্রয়োগ করা হচ্ছে। ওই কর্মসূচিতে উপস্থিত আসানসোল দক্ষিণ থানার পুলিশ লোকজনকে সরিয়ে দেয়, এই সময় বামপন্থী বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি হয়। এরপর অরুণ পান্ডে, ভিক্টর আচার্য সহ অনেক নেতাকে গ্রেফতার করে দক্ষিণ থানার পুলিশ। এর বিরুদ্ধে বাম নেতাকর্মীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে।

Leave a Reply