ASANSOLRANIGANJ-JAMURIA

ট্রায়াল দেওয়ার নামে মোটর বাইক নিয়ে চম্পট, বর্ডারের কাছে ধরল পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ :: একেবারে ফিল্মি কায়দা রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ি এলাকার বাঁশড়া মোড় সংলগ্ন এক গাড়ির শোরুম থেকে অভিনব কায়দায় গাড়ি খরিদ করার নাম করে গাড়িটিকে ট্রায়াল দেওয়ার নামে অত্যাধুনিক ওই মোটর বাইক চালিয়ে নিয়ে, হঠাৎ গাড়ি নিয়ে চম্পট দিল বছর ২২ এর জামুড়িয়ার শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা তানভীর হোসেন। মুহূর্তে এই খবর পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার পরপরই রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পুলিশের বিভিন্ন থানা ফাঁড়িতে দেওয়াতেই পুলিশের সব কটি নজরদারি দলই তৎপর হয়ে যায় অতি দ্রুত গতিতে যাওয়া এই অত্যাধুনিক মানের মোটর বাইকটিকে প্রথমে পাঞ্জাবি মোড় ফাঁড়ির সাথেই, শ্রীপুর ফাঁড়ির পুলিশ ধাওয়া করতে থাকে, পরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও পুলিশের অন্যান্য দল ওই গাড়িটিকে ধাওয়া করে ঝাড়খন্ড বর্ডারের কাছে ঘিরে ফেলে গাড়িটিকে।

এরপরই পাঞ্জাবি মোড়ে ফাঁড়ির আইসি মানব ঘোষ, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের বিশেষ অনুসন্ধান দল, একযোগে গাড়িটিকে ঘিরে ফেলে গাড়ির চালক সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করে। শনিবার এ বিষয়ের প্রেক্ষিতে ধৃত ঐ বাইক পাচারকারীকে সাংবাদিক বৈঠক করে এই সমস্ত তথ্যগুলি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ সি পি সেন্ট্রাল টু শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, ও পাঞ্জাবি মোর ফাঁড়ি র আইসি মানব ঘোষ। শনিবারই পুলিশ ধৃতকে আসানসোল জেলা আদালতে পাঠায়। জানা গেছে ধৃতকে টি আই প্যারাডে চিহ্নিতীকরণের লক্ষ্যে নিয়ে আসার জন্য আদালতের কাছে আবেদন করেছে পুলিশ।

Leave a Reply