ASANSOL

শিল্পাঞ্চলে ধুমধাম এর সাথে পালিত হলো ভাইফোঁটা

মন্ত্রী মলয় ঘটক তার বোনদের কাছ থেকে ভাই ফোঁটা নিলেন

বেঙ্গল মিরর,আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়:
ভাই-বোনের পবিত্র সম্পর্কের উৎসব “ভাইফোঁটা”। ভাইফোটা বৃহস্পতিবার গোটা রাজ্যের পাশাপাশি আসানসোল শিল্পাঞ্চলে পালিত হয়। সাধারণ মানুষের পাশাপাশি মন্ত্রী মলয় ঘটকও বোনদের কাছ থেকে ভাই ফোঁটা নেন। আসানসোলের চেলিডাঙ্গা এলাকায় মন্ত্রী মলয় ঘটক, তার ভাই এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ফেনু ঘটক তাদের বোনদের কাছ থেকে ফোঁটা নেন।

তিন ভাই তাদের তিন বোন যথাক্রমে সাথী মুখার্জি, প্রণতি ব্যানার্জী এবং মুনমুন মুখার্জির কাছ থেকে ভাই ফোঁটা নেন। এ প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, প্রতিটি বাঙালি ভাই-বোনের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ।তিনি শুধু কলকাতা থেকে এসেছেন সকালে ফোঁটা নেওয়ার জন্য। সন্ধ্যায় কলকাতায় ফিরে যাবেন। তিনি জানান, পাটনায় বসবাসকারী তার আরেক বোন আসতে পারেননি। মলয় ঘটক সকল শিল্পাঞ্চলবাসীকে এই উৎসবের শুভেচ্ছা জানান এবং বলেন সকলের জীবনে ভাই-বোনের ভালোবাসা অটুট থাকুক। শিল্পাঞ্চলের মানুষও যেন একে অপরের সাথে একত্রে বসবাস করুক এই কামনা করেন তিনি।

Leave a Reply