রানীগঞ্জে মঞ্চ মাতিয়ে তুলেছেন শিল্পী লোপামুদ্রা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: দারুন সব গান গেয়ে মঞ্চ মাতিয়ে তুলেছেন বাংলার শিল্পী লোপামুদ্রা। আর এর মাঝেই হঠাৎ করেই গানের আসরে পুলিশ প্রশাসনের করুন অবস্থার কথা তুলে ধরলেন বাংলা গানের জগতে সুনাম অর্জন করা গায়িকা লোপামুদ্রা। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গিয়ে দাবি করলেন রাত-দিন পরিবার ছেড়ে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে বদ্ধপরিকর পুলিশ। আর সেই পুলিশই যদি হঠাৎ কোথাও কোন অনুষ্ঠানে নেচে ফেলে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। পুলিশের কি নাচার যো নেই, তার দাবি পুলিশ প্রশাসন কি ভাবে তার পরিবারকে ম্যানেজ করে তাদের জীবন যাপন করে জানিনা। আমি যদি পুলিশের বউ হতাম, আমি তো ছেড়ে চলে যেতাম।




তিনি দাবি করলেন কোন এক অনুষ্ঠানে পুলিশ একবার নেচে ফেলেছিলেন, কোথায় তার তা মনে নেই, আর দর্শক আসন থেকে তখন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় উত্তর দিলেন বানপুরে। উত্তরে জানালেন ও আপনার জায়গা, আর তা তো নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছিল। লোপামুদ্রার দাবি আচ্ছা বলুন তো পুলিশ বলে কি আনন্দ করতে পারবেনা, জোর গলায় তিনি জানান যদি কারো মনে হয় উর্দি পরে আছেন নাচতে ইচ্ছে করছে, তাহলে লুকিয়ে কোথাও নেচে আসুন, আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে সব মোবাইল ফোন অফ করে নাচুন, কিন্তু নাচুন। একটা জীবন উপভোগ করুন। এই বলার পর আবার একটার পর একটা আকর্ষণীয় গান তুলে ধরে হাজারো দর্শকের করতালি কুড়িয়ে নিলেন লোপামুদ্রা। ভাই ফোটার পর এমন একটা গানের অনুষ্ঠান পেয়ে দারুন উপভোগ করলেন রানীগঞ্জের সংস্কৃতি প্রেমী মানুষজন।