RANIGANJ-JAMURIA

সাংসদ ও রানীগঞ্জের বিধায়ককে কটাক্ষের সুরে বিধলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের এক কর্মসূচিতে তৃণমূলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের কে কটাক্ষের সুরে বিধলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।শুক্রবার রাত্রে রানীগঞ্জে ৩৬ নম্বর ওয়ার্ডের বড় দই এলাকায় বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক ও আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র, জিতেন্দ্র তেওয়ারি ছট ব্রতীদের ছট পুজোর আগে নতুন বস্ত্র দানের জন্য হাজির হন। সেই বস্ত্র দান সভায় উপস্থিত হয়ে তিনি দাবি করলেন, এলাকার এমএলএ এমপিরা নাকি জানিয়েছেন ছট পুজোর দিন আসবেন পুজো দেখতে। তারা এলাকার কি কাজ কর্ম হচ্ছে তার কোন খোঁজ খবর রাখেন না। তারা তো বড় মানুষ তাদের কাছে সময়ের অভাব রয়েছে। তাদের কাছে ছট মায়ের আশীর্বাদ নেওয়ার সময়টুকুও নেই।

তারা ছট মায়ের আশীর্বাদের পরোয়া করে না, কারণ ইতিমধ্যেই তারা সবদিক থেকে সমৃদ্ধ হয়ে রয়েছেন, তাই আর কোন কিছু চাওয়া পাওয়া তাদের নেই তাই ছট ব্রতী দের কাছে আশীর্বাদ নিতেও আসতে দেখা যায় না তাদের এলাকার মানুষজনদের দুঃখ দুর্দশার বিষয় লক্ষ্য করা বলুন বা, তাদের পাশে দাঁড়ানোর কথা তারা ভাবে না। তাই পূজোর সময় আসবে বলে নিজেদের দায় সেরেছে বলে দাবি করলেন জিতেন্দ্র তেওয়ারি।

Leave a Reply