জেলা প্রতিনিধিদের তালিকা প্রকাশ করল তৃণমূল, দেখুন কে কোন জেলায় দায়িত্ব পেলেন
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : জেলা প্রতিনিধিদের তালিকা প্রকাশ করল তৃণমূল, দেখুন কে কোন জেলায় দায়িত্ব পেলেন.. শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে প্রাক্তন মহাসচীব পার্থ চট্টোপাধ্যায় এবং পশু পাচার মামলায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর তৃণমূলের সাংগঠনিক পরিবর্তন চলছে। রাজ্যের ২৩ টি জেলায় তৃণমূল তাদের আধিকারিক প্রতিনিধিদের তালিকা প্রকাশ করেছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্রকাশিত এই তালিকায় সমস্ত জেলার নাম ও আধিকারিক প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়েছে৷ পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের আধিকারিক প্রতিনিধি হলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। বীরভূমের দায়িত্ব পেলেন অভিজিৎ সিংহ রানা।
তৃণমূলের আধিকারিক প্রতিনিধি হিসেবে পূর্ব বর্ধমানের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। নিচের তালিকা দেখুন কোন জেলায়, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে