পথ দূর্ঘটনায় দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যুতে বার্ণপুরে মোমবাতি মিছিল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ওভারলোড বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হওয়া দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যুতে সোমবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইস্পাত নগরী বার্ণপুরে মোমবাতি মিছিল করা হল। মৃত দুজনের প্রতি শ্রদ্ধা জানাগে
আসানসোলের বার্ণপুরে এই মোমবাতি মিছিল করা হয়েছিলো বলে জানা গেছে । এই মোমবাতি মিছিলে আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র সহ অন্যান্য উপস্থিত ছিলেন।














প্রসঙ্গতঃ, গত ২ নভেম্বর রাতে বার্ণপুর রোডে হওয়া ঐ পথ দুর্ঘটনায় বিদেশ দেওঘরিয়া ও যশবন্ত সিং ওরফে বিট্টু নামে দুই তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু হয়েছিল।
ঘটনাচক্রে, সোমবার সকালেই আসানসোলের ডামরার রাস্তায় বালি বোঝাই গাড়ির ধাক্কায় গরীবন ধাড়ি নামে এক বৃদ্ধর মৃত্যু হয়।
মোমবাতি মিছিলের পরে তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র বলেন, গত এক বছর ধরে এই বার্ণপুরে ওভারলোড বালি বোঝাই গাড়ি চলাচল নিয়ে সরব হয়েছি। এখন গোটা বার্ণপুরের মানুষেরা একজোট হয়েছেন। আমার দুই সহকর্মী আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তারা আছেন। তিনি আরো বলেন, একটা সিন্ডিকেট বা চক্র এই বালির কারবার চালাচ্ছে। তাদের জন্য এইসব ঘটনা ঘটছে। আর বিরোধীরা সুযোগ বুঝে সরকারের বদনাম করছে। এটা করতে দেবো না। এই কারবার বন্ধ করতে লড়াই চলবে।
- SPL 4 मैवरिक्स चैंपियन

- Jamuria राजश्री कारखाने में मजदूर की मौत

- Asansol में DM, Durgapur में SDM कार्यालय पर BJP का प्रदर्शन

- আসানসোলে চতুর্থ ” সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ” চ্যাম্পিয়ান টিম ম্যাভরিকস্

- দুর্গাপুরেও ফর্ম ৭ নিয়ে বিজেপির এসডিও অফিসে ধর্ণা অবস্থান, এসআইআর স্বচ্ছভাবে না হলে ভোট নয়ঃ জিতেন্দ্র তেওয়ারি


