RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে চার চাকা গাড়ি দুর্ঘটনার কবলে, গুরুতর আহত তিন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি : রানীগঞ্জের ৯০ নাম্বার ওয়ার্ডের চিনকুটি মোড় এলাকায় এক চার চাকা গাড়ি গভীর রাত্রে পড়ল দুর্ঘটনার কবলে। গাড়ি চালক যা নিয়ন্ত্রণ না করতে পারায় চিনকুটি মোড়ের একটি জুতো সারাইয়ের দোকানে গিয়ে ওই চারচাকা গাড়িটি ধাক্কা মারলে জুতো সারাইয়ের দোকান ভেঙে গুঁড়িয়ে যায়। এই ঘটনায় ওই গাড়িতে থাকা এক মহিলা সহ তিন ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের প্রথমে রানীগঞ্জের মারওয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরে তাদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে রাত্রি বারোটা নাগাদ রাণীগঞ্জ বাজার এলাকা অভিমুখ থেকে চিনকুটি মোড়ের রাস্তায় যাওয়ার পথেই ঘটে এই ঘটনা। এই ঘটনার পর বুধবার সকাল থেকেই এলাকার মানুষজন দুর্ঘটন স্থল দেখতে ব্যাপক ভিড় জমায় কিভাবে হঠাৎ এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে রহস্য রয়ে গেছে। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *