আসানসোলে পুলিশ কমিশনারেটের ট্রাফিক গার্ডের উদ্যোগে ” সেফ ড্রাইভ সেভ লাইফ”র অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের তরফে ” সেফ ড্রাইভ সেভ লাইফ” শ্লোগানের মাধ্যমে গাড়ি চালকদের সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণে বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




মূলতঃ ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাস্তায় মোটরসাইকেল সহ অন্য দুচাকা গাড়ি চালানোর সময় হেলমেট পড়া বাধ্যতামূলক বলে প্রচার করা হয়। এছাড়াও আরো বেশ কিছু ট্রাফিক নিয়ম নিয়ে সকলকে অবগত করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) কুলদীপ এস এস ও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
- Asansol में अवैध बालू कारोबार पुलिस का बड़ा एक्शन
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা