BARABANI-SALANPUR-CHITTARANJAN

রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল মাল বোঝাই ট্রাক

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রবিবার সকালবেলা একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ল ট্রাক।সালানপুর থানার কল্যা পঞ্চায়েত এর চয়নপুর গ্রামের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িটির ব্যাপক ক্ষতি হলেও ,কেউ হতাহত হননি ।ট্রাকের চালক কে আটক করেছে গ্রামবাসীরা। তবে ক্ষতি পূরনের দাবীতে কিছুক্ষণ পথ অবরোধ করে গ্রামবাসীরা ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে ড্রাইভার কে আটক করে এবং রাস্তা জাম সরিয়ে ফেলে।


কল্যা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর জানান প্রতিদিনের মতন তারা বসেছিলেন কিন্তু হঠাৎ রবিবার সকাল দশটার সময় একটি বিকট শব্দে ছুটে আসেন এলাকার বাসিন্দারা । দেখতে পান , গোরান্ডি থেকে রূপনারায়ণপুর এর দিকে আসছিল ঠিক সেই সময়ই
চয়নপুর গ্রামের মাথায় দয়াময় মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়াল ভেদ করে ঢুকে পড়েছে । সজোরে প্রবল আঘাতে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে । ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় । বাড়ির মালিক দয়াময় মন্ডল জানিয়েছেন , বাড়ির ওই অংশে দোকান ছিল তার অনকে ক্ষয়ক্ষতি হয়েছে সেসব ক্ষতিপূরণ তার চাই। তবে যাকে মালিকের সঙ্গে কোন যোগাযোগ করা যায়নি।

Leave a Reply