ASANSOL

আসানসোল জেলে অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করলেন তিন আইনজীবী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে শুক্রবার সকালে এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন তিনজন আইনজীবী। বৃহস্পতিবার আসানসোল বিশেষ সংশোধনাগারে এসে গরু পাচার মামলায় ইডির তিন অফিসার সাড়ে পাঁচ ঘণ্টা অনুব্রত মণ্ডলকে জেরা করেন। সেই জেরায় অসহযোগিতার করার কারণ দেখেই অনুব্রত মণ্ডলকে শোন এ্যারেস্ট করে ইডি। জানা যায় ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করবে।

আর সেখানেই সায়গল হোসেন ও অনুব্রত মন্ডলকে এক সঙ্গে জেরা করা হবে বলে ইডি সূত্রে খবর। এদিন সাড়ে বারোটা নাগাদ আসানসোল সংশোধনাগারে তিনজন আইনজীবী আসেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। তবে তারা জেল থেকে বেরিয়ে কোন মন্তব্য করেননি।
অন্যদিকে, এদিন দুপুরে দিল্লির রাউস কোর্টে ইডির আবেদনের ভিত্তিতে শুনানি হওয়ার কথা। জানা গেছে, এই কোর্ট থেকে ইডি যদি প্রোডাকশন ওয়ারেন্ট পায়, তবেই অনুব্রত মন্ডলকে নিয়ে যেতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *