ASANSOL

ড্রাগস, জুয়া, অবৈধ মদের কারবারের বিরুদ্ধে নিয়ামতপুর ফাঁড়িতে বিজেপির স্মারকলিপি

বেঙ্গল মিরর,কাজল মিত্র :-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে আজ শুক্রবার ১৮ তারিখে কুলটি বিধানসভার কুলটি মন্ডল ২ এবং মন্ডল ৪ বিজেপির তরফে এক স্মারকলিপি প্রদান করা হলো। এতে উপস্থিত ছিলেন আসানসোল জেলা সাংগঠনিক বিজেপির নেতা সুব্রত মিশ্র , অমিত গরাই , কুলটি মন্ডল ২ এর সভাপতি কাঞ্চন সিনা মন্ডল ৪ এর সভাপতি সত্যজিৎ দাস কুলটি বিধানসভার বিজেপির নেতা রাজেশ সিনহা টিংকু ভার্মা সহ অনেকে ।

নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারী অখিল মুখার্জিকে স্মারকলিপি তুলে দেওয়া হল । বিজেপির তরফে একাধিক দাবি নিয়ে যথা কুলটি এলাকা জুড়ে দিনের পর দিন এক্সিডেন্ট বেড়ে চলছে , ট্রাফিক বেবস্থা বেহাল হয়েছে , ডাকাতির ঘটনার প্রতিবাদে , এলাকায় ড্রাগস বিক্রির প্রতিবাদে এবং , জুয়া , ঝারখণ্ডের লোটারী , অবৈধ মদের কারবার সহ একাধিক দাবি নিয়ে আজকের এই স্মারকলিপি প্রদান করা হলো

Leave a Reply