ASANSOL

আসানসোলে বিজেপি কাউন্সিলর যোগদান করলেন তৃণমূলে

বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায় আসানসোল :;আসানসোল পৌরনিগমের 103 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তারক নাথ ধীবর তৃণমূলে যোগদান করলেন।শনিবার আসানসোলের রাহালেন মোড়ে তৃণমূল কার্যালয়ে এই যোগদান করানো হয়েছে। এদিন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করান।এই যোগদান অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়ের অভিজিৎ ঘটক, পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি, প্রাক্তন কাউন্সিলর সাধন পাল, তৃনমূল নেতা রোবিন লায়েক সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিজেপির দলনেত্রী চৈতালি এই নিয়ে কটাক্ষ করেছেন উনি টুইট করেছেন যারা এখন কয়লার পয়সা দিয়ে কাউন্সিলর কিনছেন তারা জানেন যে এখন তৃণমূল পরিচালিত আসানসোল পৌরনিগম ফেব্রুয়ারি 2023 এর পর আর তৃণমূলের হাতে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *