রানীগঞ্জ মার্কেটে যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জ বোরো দপ্তর লাগোয়া এলাকায় মিউনিসিপাল মার্কেটে এক কাপড়ের দোকান লাগোয়া যন্ত্রাংশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ও দমকল বিভাগের দাবি শর্ট সার্কিটের জেরেই আগুন লেগে ঘটেছে বিপত্তি।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/11/Screenshot_2022_1119_091848-500x492.jpg)
এদিন প্রথমে স্থানীয় পথচারী রাজীব ভট্টাচার্য বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনকে খবর দিলে, পুলিশ দমকল বিভাগে খবর দেওয়ার পরে, দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি লাগোয়া এলাকায় বেশ কিছু দোকানপাট রয়েছে, যা এই আগুনের জেরে ভয়াবহ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, পুলিশ ও দমকলের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেয়েছে এলাকাবাসী। এই অগ্নিকাণ্ডের জেরে ওই যন্ত্রাংশের দোকান, আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। গভীর রাতে লাগা এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
- चेंबर की पिकनिक, ट्रेड फेयर को सफल बनाने पर जोर, उद्घाटन 8 को
- দামোদর নদী থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
- সিজানো পরবের পরে গ্রামে ডায়রিয়ার প্রকোপ ! ২৭জন ভর্তি হাসপাতালে
- Mahakumbh का चमत्कार, 15 साल बाद लौटी याददाश्त, कोडरमा का अर्जुन वापस मिला परिवार से
- আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি