RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ স্টেশনে বিদেশি মদ সহ মহিলাকে গ্রেফতার করল জিআরপি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: মঙ্গলবার সকালেই রানীগঞ্জ রেলস্টেশনে এক মহিলাকে গ্রেফতার করে অন্ডাল জিআরপি। জানা যায় ওই মহিলা কাছে একটি ব্যাগের মধ্যে প্রায় কুড়ি বোতল বিদেশি মদ রাখা ছিল। ওই মহিলা রানীগঞ্জে স্টেশন এলাকায় ঘুরাঘুরি করতে দেখে জিআরপির সন্দেহ হওয়ায় তাকে ওই বিদেশি মদ ভর্তি ব্যাগ সহ আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বিহারে এই সকল বিদেশী মদ সাপ্লাই করার উদ্দেশ্যেই ওই মহিলা এই মদের বোতল গুলি প্রচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল।

জিআরপি সূত্রে জানা গেছে ধৃত মহিলার নাম সবানা খাতুন (৩৭), @ পিংকি কুমারী, তার বাবার নাম শেখ দুলারা @ শেখ আবিদ ওর বাড়ি গোলাম জিলানী খান রোড, তিলজলা, পিএস- তিলজলা, কলকাতা-700039, সবানার ভাড়া বাড়িতে মল্লিকপুরের সাবির মোল্লা, গনিমা রোড, গণেশপুর, ফরিদপুর, P.S- বারুইপুর, পিন-700145, জেলা- দক্ষিণ 24 পরগনাতে থাকে।

Leave a Reply