ASANSOLRANIGANJ-JAMURIA

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ স্তব্ধ, ক্ষতিপূরণের দাবি

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের চাঁদা মোড় এলাকায় থমকে গেল জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন এর কর্তা ব্যক্তিদের নিয়ে এসে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বসতবাড়ি ভাঙার উদ্যোগ নিলেও চাঁদা মোর এলাকায় পাঁচ জন বাসিন্দা, দাবি করলেন তাদের জমি যাওয়ার সঠিক ক্ষতিপূরণ তারা পাননি আর এ নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন তাই কোর্ট যে নির্দেশ দেবে সেই মোতাবেক তারা চলবেন বর্তমানে জমির উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ার জন্যই তারা কোনভাবেই সেখান থেকে সরতে রাজি নন বলেই সাফ জানিয়ে দেন চাঁদ মোড় এলাকার পাঁচজন বাসিন্দা।

ইতিমধ্যে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে আর সেই সম্প্রসারণের কাজ চাঁদা মোর এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় করছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরই মাঝে হঠাৎ করে জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ স্তব্ধ হওয়ায় হতচকিত জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বুধবার পুলিশ প্রশাসনের বিশাল বাহিনী সঙ্গে নিয়ে এসেও নিরাশ হয়ে ফিরতে হয় তাদের। ঐদিন ঘটনার স্থলে এসে হাজির হন রানীগঞ্জ ও জামুরিয়ার সার্কেল ইন্সপেক্টর, জামুরিয়া থানার ওসি শ্রীপুর ফাঁড়ির আইসি ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পদস্থ আধিকারিকরা। প্রত্যেককেই নিরাশ হয়ে ফিরতে হয় দিন।

Leave a Reply