ASANSOLKULTI-BARAKAR

নিয়ামতপুরে BJPর বিক্ষোভ কর্মসূচি , পুলিশের কড়া নিরাপত্তা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার কুলটি মন্ডল বিজেপির তরফে আজ বুধবার 23 তারিখে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো । অভিযোগ রাজ্যে বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর জুড়ে বাড়ছে ডেণ্গির সংক্রমণ , অবিলম্বে এই ডেণ্গির সংক্রমণ রুখতে প্রশাসনকে ব্যাবস্থা গ্রহন করার লক্ষ্যে এই বিক্ষোভ । বিক্ষোভের কর্মসূচি প্রথমে নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয় থেকে মিছিল করে নিয়ামতপুর জীটি রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা , সঙ্গে সঙ্গ পুলিশ তাদের কে সরিয়ে দেয় জীটি রোড থেকে ।

তারপর বিজেপি কর্মী সমর্থকরা মিছিল নিয়ে আসানসোল পৌর নিগমের নিয়ামতপুর স্থিত কুলটি বোরো কার্যালয়ে গিয়ে বিক্ষোভ অবস্থান করে এবং বোরো আধিকারিকে এক স্মারকলিপি দেয় ডেণ্গি সংক্রমণ অবিলম্বে রুখতে । বিজেপির এই কর্মসূচিতে কুলটি থানা পুলিশের ছিল কড়া নিরাপত্তা । এতে উপস্থিত ছিলেন আসানসোল জেলা বিজেপির যুব নেতা অমিত গোরাই , সুব্রত সিনহা লালন মেহরা , কাঞ্চন সিনহা সহ অনেকে ।

Leave a Reply