BARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো কর্মরত কনস্টেবেলের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দ্রুত গতিতে আসা এক চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতে কর্মরত কনস্টেবেল সময়লাল কুর্মির(৪৭)।তিনি উত্তর প্রদেশের প্রতাপপুরের বাসিন্দা।ঘটনা প্রসঙ্গে জানা যায় গতকাল সময়লাল বাবু চৌরাঙ্গী ফাঁড়ির মোবাইল ভ্যানে ডিউটি করছিলেন।প্রায় ভোর ৪টা নাগাদ চৌরাঙ্গী মোড়ের নিকট রাস্তার পাশে ফাঁকা জায়গায় শৌচ করার সময় উল্টো দিক থেকে খুব দ্রুত গতিতে আসা চারচাকা গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।তখন তার সঙ্গে ডিউটি গত অফিসারা তাকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।তবে আজ সকাল ১১টা নাগাদ তার মৃত্যু হয়।

পুলিশ তদন্ত নেমে ওই এলাকার সিসিটিভি গুলি ক্ষতিয়ে দেখে।তবে সূত্রের খবর ওই গাড়িটি নিয়ামতপুরের রেড লাইট এরিয়া থেকে বেরিয়ে দ্রুত গতিতে আসছিলো। রাস্তায় অন ডিউটি কর্মরত কনস্টেবেলকে ধাক্কা মেরে সালানপুর চিত্তরঞ্জন রাস্তার দিকে পালিয়ে যায় বলে জানা যায়।তবে পুলিশের তদন্তের জেরে সোমবার দিন বিকেলে কল্যানেশ্বরী শ্মশানের কাছে গাড়িটি উদ্ধার করে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।গাড়িটি কর্ণাটকের নম্বরে রেজিস্টার রয়েছে ()।তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।পুলিশ জোর কদমে তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *